তোমাকে দেখার শেষ নেই
তবু পড়ে আছে স্মৃতি
তোমার ভালবাসার উষ্ণ ঘ্রাণ
অন্তরের ভেতর এখন শুধু ছবি
আলো কেটে নিকষ অন্ধকার চলেছে
যেদিকে ঘর আছে, সংসার নেই তার।


নদীর পাড়ের উপর
কবে ঘ্রাণ রেখেছিল তার
চাতালের পাশে বসে
পাই তার সুবাস।


মাটির গভীরে রাখি না পা
এই বুঝি ব্যথা লাগে তার
এইখানেই শুয়ে ছিল নীরব মুখ
রাতের শেষে চোখ ছুঁয়ে ছিল ভোর।


কার শরীর পুড়ছে......
আগুনের পাশে মাথা হেঁট করে
বাউন্ডুলে মন বসে আছে।