ঘর- দুয়ার আগলে বসে আছি
একলা মনে-----
সবাই চলে গেছে ঘরের বাইরে
আপন মনে------
দিন কাটে রাত জাগে বিনিদ্রা চোখে
নিভা প্রদীপে
একটি চড়াই পাখি ওড়ে
ঘরের ভেতর
চোখে ছুঁয়ে আছে ভয়
বেলা ফুরোবে
নিজ বাসগৃহে ফিরে যেতে।


অবশেষে আলো নিভে এলে
বেহালার তার ছিড়ে গেলে
বন্ধ দরজা খোলা থাকে।


এলো না ফিরে তারা
ফাঁকা ঘরে।