বিষন্নতার ভেতর খুঁজি, হারিয়ে যাওয়া সুখ
কিশোর বয়সের প্রেম প্রতিদিন লুকোয় গাছের নীচে
এই পথ একা-একা কোথায় শেষ হল
শূন্যতা দিয়ে বুনে চলেছি এক-একটা বেদনার চিএ
সাদা কাগজের গায়ে, নীরব কালি- অক্ষর সাজায়
সেইসব ধূসর দিনলিপি কাগজ, ভালবাসা খচিত অক্ষর
আগুনে পুড়ে ছাই হয়েছিল, ধোঁয়ার কুন্ডুলি আকাশে গা ভাসিয়ে দিয়েছিল
নোনাজলে ভেসে যায় স্মৃতি...... ।


আমি খুঁজি হারানো সুখ।