ভীষণ যন্ত্রনা ভরা অন্ত শরীর
এখন তুমি তাকে জড়িয়ে আছ
আত্মীয়-স্বজন ফিরিয়ে নেয় মুখ
যন্ত্রনাতে রুচিহীন ভাষা মিশে মিশে
শরীর ভ'রে একরাশ ঘৃণাতে
কাঁপছে ঘৃণায় আপন ঘর

মনের ভেতর গাঁথা ছিল
     মিষ্টি ভোরের মতো
            আহ্লাদী এক সুখ
এখন এক নিমেষে কান্না জলে
                ভরে ওঠে চোখ

নদীর জলের শূন্যতাতে ছুটে যায় হাহাকার
            আর হলো না নদীর জলে মেশা

বসন্তের ফুল ঝরে পড়ছে একে একে
মৃত্যুর নীল ওড়নায় ঢাকা মুখে
সে-ই এখন পরম আত্মীয়।