দিগন্তঘেরা পাহাড় থেকে ভেসে আসে
বউ পেটানোর কান্নার সুর
রাতের এস্রাজের শব্দ যেন
অবুজ স্বামীর অবৈধ ভাষা
আসপাসে ছড়িয়ে আছে দিনলিপির উপাখ্যান
ফ্যাকাশে রোদের থেকে উঠে আসা আধবোজা গরম
শুকিয়ে রাখে পাহাড়ীদের ভালবাসার কথা।


আমার শব্দগুলো ঘুমিয়ে পড়ছে দুমকার আড়ালে
সে না জাগালে ঘুমিয়ে থাকতাম সারাটা জীবন
বেঁচে আছি নরকের পথে,সময়ের বাঁকে।


আকাশের নীচে দাঁড়িয়ে
বুড়ি পাহাড় বসে থাকে অভিমান করে
তার ঠোঁটে একবার চুমু খেলে না
আকাশের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে
একবার কথা বলে নিও।