ন্যাসপাতির গন্ধ ছড়িয়ে পড়ে
যেরকম
হাওয়ার সঙ্গে নিবিড়ভাবে
তেমন
তোমার ভেজা গায়ের গন্ধ
আমার সারা শরীরে ছড়িয়ে পড়ে।


বেলা পড়ে আসে
সোনালী সূর্য সাতটি রং ছড়ায়
রামধনু তার মুগ্ধ ঠোঁটে
কত রং,তুলির টানে আঁকে।


তুমি এলে না জীবন সন্ধ্যাকালে
ক্ষণিকের বন্ধু হয়ে,
একা একা পথ চলা
নিঝুম পথে আমার সঙ্গী
নিজেই আমি।


কখন যেন রামধনু
তোমাকে ভালবেসে ফেলেছিল।