শেষ বিকেলের মুচকি হাসা সূর্য
আপন খেয়ালে বাড়ি চলে যায়।


একফালি কুমড়ো চাঁদ
যত্নে রেখেছি তোমার জন্য
জ্যোৎস্না গেল গভীর বনে
অনেক হলো রাত।


কত পথ একসাথে চললে
তুমি পথিক বলবে তাকে
তুমি আর আমি একই পথের পথিক
তবুও কেন ভেঙে যায় সম্পর্ক
পারি না
শুধু টুকরো কথায়
ভাঙতে না দিতে।