নিজের ভেতর এক চলমান বিবেক আছে
আমি নির্জন রাত্রির ভেতর টের পাই ,
রাতপাখি পেঁচার কাছ থেকে ধার করি কান্না
শরীরের ভেতর স্বৈরতার বেদনা ইশারা জানায়
তার যন্ত্রনার গন্ধ আমাকে আদর করে,


আমার সমস্ত শরীর ঘিরে থাকে স্বপ্নেরা
নিরালা রাত্রির মতো একা হয়ে যাচ্ছি,


তাড়া খেতে খেতে ফুটপাথ বদল করছি
একটুখানি ভালবাসা গরীবদের দেওয়া যায়না
তারা মনের ভেতর লুকিয়ে রেখেছে সার্থক ভালবাসা,


আমি বেশ বুঝতে পারছি
স্বৈরতন্ত্রই বহন করে মৃত্যু ৷