তোকে ডাকব লোনা নামে?
কী বললি মেঘবালিকা
কোন নামে ডাকি!
রোদেপুড়ে খাক
রাস্তার ঝাড়বাতি


শব্দ শুনি বইয়ের পাতার
তুই তখন মলাট মুখে
পাশ দিয়ে চলে যেতেই
তোর চোখের পাগলামিতে
নিয়ম করেই ধরা পড়ি


কখনো মেঘ কন্যা এসে
শুকনো মুখচোরা ঘাসের পাশে
ভেজা চুলে বসবে এসে
সন্ধ্যে হলে ঘ্যেঙর ঘ্যেঙর শব্দ শুনি


আমার হাতের মুঠোয় চাবি
তালাচাবি রইল তোর মেঘের কার্ণিশে
এখন বুঝি কেলেঙ্কারি
যা....তোর সঙ্গে আড়ি৷