দুঃখের ছিল একরাশ সাদা পায়রা
ভোট সন্ত্রাস আমাকে জ্বালিয়ে দাও
করে দাও তুমি ছাই......


অশ্বমেধের ঘোড়া ছুটে চলে
সে যখন ফিরে আসে জয় করে
ভাবি, পরিবর্তনের জন্য ভোট


ভোট সত্যিই পরিবর্তন করতে পারে?
হিংসায় ছেলের চিতায় বাবাও পোড়ে
স্বচ্ছ জলে মুখ আড়াআড়ি ভেঙে যায়


অশ্বমেধের ঘোড়ার খুড়ে ডুবে গেছে বিশ্বাস
ঘাসের ভেতর ফণা লুকিয়ে
সাপ বসে আছে
আমরা দেখি সুন্দর ঘাসের গালিচা


ঘেন্না হয় এই জীবন বোধের
আকাশের দিকে ছোড়া থুতু
নিজের গালে এসে পড়ে।