জাহেলিয়াত যুগে অস্ত্র ছিল, তলোয়ার-ধনুক-তীর,
সৈন্যে-সৈন্যে লড়াই হতো, জিতে যেত যে বীর ॥
আধুনিক জাহেলিয়াতে তৈরী হচ্ছে নিউক্লিয়ার বোমা,
মানব কেয়ামত বানাচ্ছে মানুষ, মাটি হয়ে যায় তামা॥
মরনাস্ত্রের ডিজিটাল করণ, শত-শত জনপদ ক্ষয়,
বলতো আশরাফুল এসব কি আধুনিক জাহেলিয়াত নয়?

জাহেলিয়াত যুগে হাট বাজারে বিক্রি হতো নারী,
নিজেরা কিন্তু পণ্য সাজেনি, হস্ত-পদে ছিল বেরী॥
এ যুগে এসে আধুনিক মডেলে তারাই সেজেসে পণ্য,
সে দিনের সে ক্রেতা পুরুষ, বলছে ধন্য  ধন্য ॥
ডিজিটাল হয়েছে প্রেম পিরীতি, পঁয়সায় কেনা যায়,
বলতো আশরাফুল এসব কি আধুনিক জাহেলিয়াত নয়?

জাহেলিয়াত যুগে ধনবানেরা কিনত দাস-দাসী
কি ছিলো, কি ছিলো, বলে মূর্খরা সব হাসি॥
আধুনিক যুগে মো-সাহেব দাস দেখো না কত রাস্তায়
দু’টাকা দিয়ে বাহবা কিনো কত না এখন সস্তায়॥
মূর্তি গড়ে পুজা করত, সে দিনের  পুজারী,
আজকের যুগে পুজারীর অভাব, মূর্তির ছড়াছড়ি॥
মানুষের পুজা মানুষই করছে, মানুষকেই করছে ভয়,
বলতো আশরাফুল এসব কি আধুনিক জাহেলিয়াত নয়??