ঈদ তুমি কি?
বিত্তবানের চিত্তের বিলাসিতা,
ঝলমলে শাড়ী কেনা,
চিত্তের নৃত্য আনা।
মেকি চুলের ফ্যাসন,
টানা, হেচরা লইয়া আসন
কে কত উড়াবে টাকা
নাকি এরই প্রতিযোগিতা-
তুমি কি বিত্তবানের চিত্তের বিলাসীতা ?


ঈদ তুমি কি ?
বিত্তহীনের স্বজল আঁখি,
ছেড়া কাঁথায় মুড়ি দিয়ে
নির্বাক চোখে থাকে চেয়ে।
মাথার উপর ভাঁঙ্গা চালা
একটু বাতাসে দেয় যে দোলা--।
সাধ থাকিলেও সাধ্য নাই,
নয়ন জলে তোমায় বরিবে নাকি ?
ঈদ তুমি কি বিত্তহীনের স্বজল আঁখি ?


ঈদ তুমি কি?
প্রেমিক যুগলের উচ্ছল হাসি,
হাতে হাতে পথ চলা
কানে-কানে কথা বলা
খুন সুটি ভালবাসা
নির্জনে কাছে আসা
চাতক সম চায় - তব দর্শন,
নাকি নতুন জুটির মুখে, আই লাভ ভালবাসি,
তুমি কি প্রেমিক যুগলের উচ্ছল হাসি ?


ঈদ তুমি কি?
বিরহী বধূর পথ- চাওয়া,
কখন আসিবে স্বামী,
দিন- গুনে দিবস যামী,
নিজ হাতে পাতে দই,
বিন্নি ধানের ভাঁজে খই ।।
এটা সেটা কত - কি।
ঈদে আসিবে স্বামী, এই তার গান গাওয়া,
ঈদ তুমি কি, বিরহী বধূর পথ চাওয়া ?


ঈদ তুমি কি?
স্বজন হারার তপ্ত হাহাকার,
চারদিকে হইচই,
তার মুখে কথা নাই,
তুমি এলে কষ্ট বাড়ে
তার কথা মনে পড়ে
মন-মাজারে যার ছবিটি আটা।
গাল বহিয়া পড়ে অশ্রুর ফোটা ।।
ঘুচাতে পার কি তুমি, তার মনের আধার,
ঈদ তুমি কি, স্বজন হারার তপ্ত হাহাকার ?
,


যেদিন ভিখারী ভাত দাও বলে
ধনীর দুয়ারে কাদবে না,
যেদিন বস্ত্রহীন জাকাতের আশায়,
মানুষের পদতলে দলবে না।
যেদিন সকল মানুষ হাসবে সুখের হাসি
সেদিন তুমি সার্থক হে ঈদ-তব নাম খুশি ।।