পথিকের পদতলে কুকুর এসে,
ঘেউ ঘেউ করে কয়।
তোমার ছেলে রে কুত্তার বাচ্চা বললে কেন,
ইজ্জত আমার যায়।


অবাক বিস্ময়ে পথিক কহে
দুর হয়ে যা নিকৃষ্ট প্রাণী,
গালি দিয়েছি আমার ছেলেরে
নহে এটা আদুরে বাণী।


দাত বের করে কুকুর বলে
হাসালে মানুষ ওরে,
নিকৃষ্ট কারা বিবেক থাকলে
দেখ না চিন্তা করে।


দুর হয়ে যা, সামনে থেকে
ময়লা খেকোর দল,
উচ্ছিষ্ট নিয়ে মারা-মারি করিস,
মিথ্যে বলছি বল ?


উচ্ছিষ্ট আহার বিধাতা দিয়েছে,
তাই খাই মহা-সুখে।
সুগন্ধি মেখে, ফিট-ফাট হয়ে,
হারাম খাস তোরা কোন মুখে।


আদম সন্তান-রে ডাষ্টবিনে ফেলিস;
পাহারা দেই আমরা,
চিন্তা করে দেখ, আজকের যুগে
আসলে শ্রেষ্ঠ কারা ?


ইয়াবা খেয়ে মাথা গেছে তোর,
চিন্তা শক্তি নাই।
ঘেউ ঘেউ করে লাভ কি আমার
অন্য কাজে যাই।
রাগে-তে পথিক লাঠি নিয়ে হাতে,
কুকুর-কে তাড়া করে।
শালার কুত্তা, আজকে  আমি,
ফেলবই তোকে মেরে।


চোখ লাল করে, ঘেউ-করে উঠে...
দাড়িয়ে পরে কুকুর ।
১৪ টা ইনজেকশনে বিষ নামবে না,
ফেলে দে- হাতের মুগুর।


শিশু ধর্ষণ আমরা করি না,
শুন নরাধম ওরে।
তোদের  কত-শত নিকৃষ্ট কান্ডে,
লজ্জায় যাই মরে।


শিশু আইলানের নিথর দেহ,
সাগরে ভেসে রয়।
আমরা কাঁদলেও তোরা কাঁদিস না-
কাদের সভ্য কয় ??


অনাহারে মরে লাখো-লাখো শিশু
বানাস মিসাইল বোমা।
খেয়ালের বশে স্বজাতি মারিস,
এসব এবার থামা।


ভালবাসার মানুষকে হত্যা করিস,
খাদ্য বানাস মোদের।
নিজ সন্তানদের গলা কাটিস
কি বলা যায় তোদের।


ধর্মের মুখে মুখোশ পড়িয়ে,
জিঘাংসা করিস তোরা,
বিবেক দর্পণে মুখ দেখে বল,
নিকৃষ্ট জীব কারা।।


করোনা মহামারিতেও ত্রাণ চুরি করিস
মরণের ভয়ও নাই,
কথা বলতেও ঘেন্না লাগে,
দুর-ছাই, দুর-ছাই।।