স্বজন হারা সুজন আমি
অশ্রু বিহীন  আঁখি,
পথহারা পথিক আমি
বাধঁন ছেঁড়া পাখি।।


হস্তে আমার ছিন্ন শিকল,
বাহুতে অসুর বল-
ধবংস দেখে হাঁসতে পারি,
খল-খলা খল-খল।।


শিরদারাটা সোজা করে,
দর্প ভরে হাটি,
হউক সে হিম-শীতল
কিংবা মরুর মাটি।।


মায়ার বাঁধন ছিন্ন করে,
ছুটছি দেশান্তরে।
আসুক পথে গিরি-হিমালয়,
লঙিব আমি তারে।।


আকাশ আমার ঘরের চালা,
শর্য্যা আমার মাটি।
দুর-দিগন্ত সংগী আমার
সাগর পিয়াস বাটি।


আশার সাথে বদসা আমার
দুঃখের সাথে বাস,
হতাশ-তৃষ্ণা-ক্ষুধার জ্বালা,
সংগী বার মাস।।