প্রেম তুমি কি----
শরবিদ্ধ এক হরিণ শাবক ?
যন্ত্রণায় ছটফট করে,
লুন্ঠিত মৃত্তিকার পরে,
টেনে-হিচরে নিয়ে চলা,
উষ্ণ শণিতে শিকারীরা উল্লাসে,
গেয়ে যায় তব স্তাবক,
প্রেম তুমি কি শরবিদ্ধ হরিণ শাবক ?


প্রেম তুমি কি---
কাল বৈশাখী ঝড়ের মতো ?
ভেঙ্গে কর সব চুরমার-
গৃহহীন মানুষের হাহাকার,
শুনেও বধির তুমি,
শুন না আশার বাণী,
তুমি নিষ্ঠুর, তুমি নির্দয়, তুমি সর্বনাশী
তোমার দর্শনে সবাই দিশেহারা সবাই ভীত,
প্রেম তুমি কি, সর্বনাশা কালবৈশাখীর মত ?


প্রেম তুমি কি---
দাবদাহে পোড়া জীর্ণ বনাঞ্চল ?
ছাই হয়ে পড়ে থাকা,
হাজারো তরুলতা---
নিঃশ্বাসে ভেসে আসে, গন্ধভরা সর্বনাশে---
পশুপাখির লাশে কি, ভরেছ আঁচল ?
প্রেম তুমি কি, দাবদাহে পোড়া জীর্ণ বনাঞ্চল...?


                                                              



প্রেম তুমি কি
শবদেহে শকুনের উল্লাস ?
নাক চেপে চলে পথিক,
ভয়ে বিহবলে তাকায় না সেদিক--
টেনে হিচরে খাচ্ছে, শকুনের দল,
বঞ্চিত, আর ঘৃণিত বলে যাচ্ছে ধকল।        
বধ্যভুমিতে পড়ে থাকা অজ্ঞাত লাশ,
প্রেম তুমি কি, শবদেহে শকুনের উল্লাস ?


প্রেম তুমি কি--
তৃষ্ণার্ত মরুতে, মরিচিকার হাতছানি ?
একটু জলের আশায়,
পথিক ছুটে যায়।
ছোটে, আরো ছোটে, ভ্রান্ত-বিমর্ষ-আনমনা,
বোঝে না তোমার খেলা, তোমার ছলনা।
অবশেষে মৃত্যুর সাথে করে, শুধু টানাটানি,
প্রেম তুমি কি, তৃষ্ণার্ত মরুতে মরীচিকার হাতছানি ?


প্রেম তুমি------
জগত সৃষ্টির মন্ত্র, খোদার শ্রেষ্ঠ দান
হৃদয়ের সুপ্ত আশা-
তুমি, বাঁচার দীপ্ত নেশা ।।
সাধকের সাধনা
তুমি, পুজারীর আরাধনা
স্মৃতি তুমি, বিস্মৃতি তুমি, তুমি মহীয়ান।
ধংস তুমি, সৃষ্টি তুমি, তোমারই জয়গান।
জগত সৃষ্টির মন্ত্র তুমি, খোদার শ্রেষ্ঠ দান।