পাথর কি জলে ভাসে !
দূর দিগন্ত রেখায় আকাশের মিলন !
এ নয় মায়া-মরিচীকা ?
কিংবা আঁখি-ভ্রম ?


অথচ আমার জীবন
দূঃখের নদী—
পাথর হৃদয় নিয়ে আমি—
সে নদীতেই ভেসে চলি।


ছুটে যাই সেই—
দূর দিগন্ত রেখার পানে—
জমিনের সবুজ আর আকাশের নীলিমা
একাকার হয়ে মিলেছে যেখানে ।


কোন সে মোহে, কোন অনুরাগে—
এড়াতে পারি না আমি, কিছুতেই তারে ।।