এক ফোঁটা মেঘ নেই আকাশে –
অত্যূজ্জ্বল যেন আজ, নিষ্প্রভ তারাটা
হাসনাহেনার প্রাণকাড়া সুবাসে –
কে যেন দিয়ে যায়, প্রেমময় বার্তা।


অবিরত চিৎকার, নিশাচর বিহগের -
লুব্ধকও যেন আজ, অস্থির চিত্তে
কপোতের įগুন-গুন”, উষ্ণ সোহাগের -
কপোতীও উঠে মেতে, পুলকিত নৃত্যে।


তিমির চিত্তে আজ, প্যারাফিন প্রভা -
কত যুগ পরে তব প্রেম পূণরভা -
মৌতাতে যেন এই, স্বপ্নিল দু’নয়ন
পরশে শীতল হবে, চঞ্চল তনু-মন।