ক্রুদ্ধ গর্জনের মাঝরাতে—
স্নিগ্ধ শীতল হাওয়ার বুকে ভেসে ভেসে—
আমি দেখি তোমার মোহনীয় মুখ
নিঃসীম সমুদ্রের সফেদ রাশিতে।


জোছনার অবিরাম বারিধারায়—
প্লাবিত ধরিত্রীর, স্নিগ্ধ কোন মধ্যরাতে—
তোমার কমনীয় চিবুক উজ্জ্বল হয়ে উঠে
দূর গগণের মিটিমিটি তারায়।


বিষন্ন কোন গোধূলীবেলায়—
ক্লান্ত, শ্রান্ত, অবসাদগ্রস্ত হৃদয় আঙ্গিনায়—
তোমার মায়াভরা মুখচ্ছবি
নতুন একটি সূর্যোদয়ের আশা জাগায়।