সমুদ্রের ঢেউ যদি আছড়ে পরে তোমার কোলে;
নির্জন গহ্বরে; মৌলিক একাকিত্বে,
ঝাউবনের প্রত‍্যেক শিকড়ের জ‍্যোৎস্না- স্মৃতি
হয়তো তখন জীবনের সব স্রোত
ভাঙ্গিবার ভার বহিবে না আবার সকল;
ম্লান নক্ষত্র ডুবে গেলে পর ;
জানি,ঢেউ থেকে উঠে আসে সাত রঙ সূর্য;
সূর্য স্নানে ব‍্যস্ত হয় কোণার্কের প্রত‍্যেক প্রাচীর;
তবু জানিয়াছি,
স্মৃতির সাধ সেইখানেও জন্ম নেবে জন্ম-জন্মান্তর
যেইখানে জীবনের অন্তর্গত স্রোতের ভিতর,
গোপন ইতিহাস নাড়িয়ে যায়
জীবনের প্রত‍্যেক শিকড়ের ;
শান্তির স্বাদ জেগে রবে তবু ব‍্যর্থ দ্বিচারনে,
যেইখানে কাটিয়া গিয়াছে;
জীবনের প্রচুর আবেগ, আত্মজ স্মৃতি সত্ত্বায়,
সেইখানেই জন্ম নেয় অন্য কোন গুপ্ত পরিচয় ।