( Triolet )



আটপৌড়ে মুখশ্রীতে লেগেছে  হেমন্ত,
বাঁশী বাজিও না আর; বিষাদে আপ্লুত
নিঃশব্দের কাছাকাছি আছি বেশ  শান্ত,
আটপৌড়ে মুখশ্রীতে লেগেছে  হেমন্ত।
একটা  গোটা পৃথিবী  তোমাকে পর্যন্ত
দিয়ে  এসেছি  প্রযত্নে   অভ্যাসবশত।
আটপৌড়ে মুখশ্রীতে লেগেছে হেমন্ত,
বাঁশী বাজিও না আর;বিষাদে আপ্লুত?