একটি কবিতা লিখবো বলে জেগেছি
কত রাত! মাসের পর মাস, বছরের পর বছর
তবুও একটি কবিতা লেখা হয়নি।
শব্দরা আজ ম’রে গেছে, নিটোল বাক্য হয়ে উঠেনি।
অনুভবের জার্নালে আসেনি ভাবের জোয়ার
-খোলেনি উষর মনের ধূসর দুয়ার।


কবির মন তো নয় কুমারী মেরী
বিনা সঙ্ঘমে জন্ম দেবে জিসাস হেরি।
কবিতার জন্য চাই মাধবী প্রেম;
ঠাস বুননে গড়া উর্বশী নারী,
কামুক চাহনি কিছুটা, নরোম ঠোঁটের গরম হেম।
চাই ত্রিবেণীর ঘোলা জলে ডুব সাঁতার,
কিছুটাকাল দুর্বার কাম, অবশেষে বিচ্ছেদ।
~হৃদয়ের ব্যাবচ্ছেদ।


কবিতার জন্য চাই হেমানি নদী
হলুদ জলের স্রোত, মীনের বেদনা মর্মভেদী।
চাই নিশুথি রাত, আলকাতরার মত আধার;
কিছুটা চাই যাতনা, নিহড়ের কান্না।
-অন্ধ পেঁচার নিঃসীম হাহাকার।
চাই নাইটিংগেল এর বিশুদ্ধ বেদনা।
~কিছুটা স্বপ্নচ্ছেদ।


বালিকারা আজ কোথায়?
কোথায় সেই ঠাস বুননের নারী?
শুভ্রা, লাবনী, মুনিয়া, হিমা?
কোথায় আজ তাহাদের মহিমা?
অফুরান প্রেম ভাণ্ডার, নবরত্না পোষ্টাই হালুয়া?
বালিকা, হৃদয়ের বুলেভার্দ ধরে ফিরে এসো;
ফিরে এসো এই দরিদ্র হৃদয়ে।
দাও কিছুটা কাম, দুর্বার প্রেম।
অবশেষে বিচ্ছেদ।


একটি কবিতা লিখবো বলে ঠায় বসে আছি
কত সহস্র রাত, বছরের পর বছর।
এসো, প্রেম ঢেলে দাও, শেষে আগুন জ্বালো।
মৃত শব্দরা পা’ক প্রাণ, নিটোল বাক্যে-
গড়ে উঠুক ছন্দের অফুরান সম্ভার।


১২.০৩.২০১৮
-ক্যারূ মানদল-
লাবাক, টেক্সাস