কোটার কৌটায় বন্দী স্বপ্ন, লাখো তরুণের প্রাণ
“হে তরুন রক্ত, স্বপ্ন হোক মুক্ত” এই হোক তোদের স্লোগান।
রক্ত ঝরিছে? ঝরুক! স্বপ্ন ঝরিতে দিসনে
লালিত স্বপ্ন বৃথা ম’রে গেলে ঘরে ফিরে যাসনে।
তোরা রাস্তায় নাম, মৃত্যুকে কোরে প্রণাম-
বুক পেতে দে, প্রাণ দিয়ে দে;
তবুও বিবেক বিকিয়ে দিসনে।
তোরাই বিবেক, তোরাই বঙ্গমাতার বল।
ওই ধবজভঙ্গ সুশীল, পাপে পঙ্কিল গন্ধমাকাল ফল;
ওরা কেমনে সুশীল হবে, ভণ্ড ছাতার দল।
হে মেধাবী; তোরাই বল, তোরাই চল, অন্যায়ে হান অনল
অনলে-আগুনে মৈত্রী এনে ভেঙ্গে ফেল শিকল।


রাস্তায় হয়তো হায়েনা দেখিবে, দেখিবে নেড়ি কুকুর
নিয়নের বাতি হয়তো নিভিবে, চলিবে মুগুর।
ঝনঝন করিবে বেয়োনেট, সারবাধা ম্যাগাজিন
কুকুরের পিস্তলে পিস্টন কাঁপিবে, গুলি অশালীন।
ধোঁয়া তুলিছে কাঁদানে গ্যাস, চোখ জ্বলে পুড়ে শেষ;
তাই বলে সুবোধ কত পালাবি?
আর কত হবি নিষ্পেষ?
এবার তোরা কর প্রতিবাদ; বাড়ি ফিরে যাসনে
-রাস্তায় নাম, মৃত্যুকে করে প্রণাম-
বুক পেতে দে, খুন দিয়ে দে।
তবু বিবেক বিকিয়ে দিসনে।
কোটার কৌটায় বন্দী স্বপ্ন, লাখো তরুণের প্রাণ
“হে তাজা রক্ত, স্বপ্ন হোক মুক্ত” এই হোক তোদের স্লোগান।।


০৯.০৪.২০১৮
-ক্যারূ মানদল-
লাবাক, টেক্সাস