নারী, সপ্রেমে জ্বলে উঠো আরেকটি বার
প্রেমহীন এই নগরে আজ
জরা, মৃত্যু, খরার নির্মম ব্যভিচার।


শতাব্দী গিয়াছে চলে, সাক্ষী সে ছিল না কী?
“শেষ বিদায়ের সুর, শতাব্দীর এপিটাফে আর কিছু ম্লান-
ব্যাথার সে দান”, তা তোমারি অবদান।
হ্যাঁ, বলতে দ্বিধা নেই, ইহা তোমারি অবদান।


প্রতিটি পুরুষের এই লেষহীন চিবুক, কন্ঠে
তেষ্টা আর বুক ভরা হাহাকার, তার
হিসেব তুমি যদি রাখতে, তবে বুজতে;
যমুনার বুকে কেন জাগে চর?
নিঃসঙ্গ হিমালয় কেন শোকে কাতর?
সোনালী সে চিল কেন আজ পীড়িত?
বিষাদের নগর কেন দ্রোহে যাপিত?


নারী, মনে পড়ে কী? রেনেসাঁর কথা?
তোমারি এই নির্লিপ্ততায় জন্ম নিয়েছিল
মার্কস, লেনিন, মাও সে তুং আর মিথ্যা বারতা।
রোমান্টিসিজম গেলো চলে, দ্রোহ পেলো স্থান;
ঘৃণার বিষবাষ্পে আকাশ হল সারা-
পুরুষের বুকে ভাসে আজ চে-গুয়ে-ভারা।
বলতে দ্বিধা নেই, সব তোমারি অবদান।।


নারী, সপ্রেমে তাই জ্বলে উঠো- আরেকটি বার
পুরুষের বুকে হানো প্রেমেরই শক্তি;
চারিদিকে ছড়াও তোমার অমূল বানী-
“দ্রোহ নয় প্রেমেই মুক্তি”


২২.০১.২০১৮
-ক্যারূ মানদল-
লাবাক, টেক্সাস