অনেকগুলো চাঁদ উঠবে একদিন
অনেকগুলো আদুরে চাঁদ।
তোমার ওই গোলাপী আকাশে
একদিন থাকিবে জোছনার ফোয়ারা
নবকীর্তন স্তুতিস্তব গানে ভরিবে ধরা।


মৌমাছির বনে তুমি হইবে জোছনার ফুল
মক্ষীভারে তব নাভী হইবে ভারা
মধু গন্ধসুরে মউমাছি গাইবে গান
ভরিবে বন প্রান, বসন্ত হইবে সারা।


প্রজাপতি হইবে একদিন
বর্ণালীতে আঁকা নীল ডানার প্রজাপতি
পাখনায় থাকবে গতি, ফুল দিশাহারা
প্রেম ভারে সেই ফুল দিনশেষে মাতোয়ারা।


গোধূলি বেলাশেষে, আলো আধারির দেশে
তুমি জোনাক হইবে একদিন
ভাঁটফুলের ঝোপে, ঝিঁঝিঁ যখন কেঁদে পাগলপারা;
হলুদ আলোর স্পর্শে বিরহ করিবে বিলীন
ঝিঁঝিঁ পোকার দুঃখ হইবে শেষ, ভাঁটফুল রতিভরা।


দেখো, তুমি নদী হইবে একদিন
স্রোতস্বিনী বুক হইবে জাগুয়ারা
বেগুনী মাঠের পরে কাশবন চিরে
বহিবে হলুদ জল, মীনদের পুস্পধারা।


কোন একদিন হইবে পাখি
প্রেমের আগুনে, বসন্ত ফাগুনে করিবে ডাকাডাকি
কুহুকীনী সুরে মহুয়ার বন থাকিবে ভরা
নবপ্রেম আকূলে উদ্ভ্রান্ত ময়ূর খাইবে ধরা।


শোনো, তুমি আজ দুঃখ হও, নিহড়ের কান্না
হৃদয়েতে চেপে বসো, এনে দাও যাতনা
শতযুগ নিঃসঙ্গ এ বুক, আর যে সহে না
শুধু আজ দুঃখ হও, কলঙ্কিনী বেদনা।।


২৩.০২.২০১৮
-ক্যারূ মানদল-
লাবাক, টেক্সাস