স্বপ্নগুলোকে বাতাসে পুড়িয়ে
এখন আকাশের দিকে চেয়ে থাকি।
কেমন ভোজভাজির মত পোড়া স্বপ্নের
ধোঁয়াগুলোকে শুষে নিল !
তাহলে আকাশ বুঝি স্বপ্নহন্তা?
গুপ্ত প্ররোচক?


নাকি বেদনার ভারে স্বপ্নগুলো এতদিন
আমারি কাছে ছিল? যেই একটু
উত্তাপে হাল্কা হয়েছে, অমনি দিল ছুট?
যাও, যাও, পোড়া স্বপ্ন;
তোমারা উড়ে যাও, উড়ে যাও-
ধোঁয়া হয়ে; আমি একলা মানুষ
শুন্য এক বুক নিয়ে শ্বশানের দিকে যাব।
পকেটে এখনো দেশলাই আছে;
চন্দনকাঠে এবার হৃদয় পোড়াব।।


২০.১২.২০১৭
-ক্যারূ মানদল-
কুকভিল, টেনেসি