সূর্য কে বেশ্যা বানিয়ে আজ আমি
ব্রোথেলে যাবো।
চাচা, বেবিস্ট্যান্ডে কনডম কত টাকা কেজি?
ষাটোর্ধ লোকটির কপালে চিন্তার ভাঁজ!
নুনের সাগরে বুঝি বৃষ্টি পড়ে?
পড়ুক! দু’ফোটা বর্ষণে নোনতা কমে না।
হে নাপাক সূর্য, তুমি বেশ্যা হও
আমি ব্রোথেলে যাবো।


কেওয়াটখালীর মরচে পরা জংশনে স্থবির ট্রেন।
ঝুলন্ত ব্রীজ হতে পাঁচ মহল তফাতে
ঝিনুকের পোড়া মাটির ভিটে।
-সোঁদা মাটির বেড়া সিঁদেল হয়ে আছে
-হা করা উনুনে মরা ছাই, কতকাল ভাত ফোটেনি!
ওদিকে, ব্রোথেলের খাস কামড়ায় উনুন জ্বলে দাউদাউ
ঝিনুক এর কুমারী দেহ যেন সাদা ভাত
খাবলিয়ে খাবলিয়ে খায় সারবাধা কাক!
তবুও ঝিনুক বেশ্যা নয়।
হে নাপাক সূর্য, তুমি বেশ্যা হও
আমি ব্রোথেলে যাবো।


২৪.০৩.২০১৮
-ক্যারূ মানদল-
লাবাক, টেক্সাস