বোশেখের শেষ বিকেলে সন্তাপী বাতাসে
কতগুলো খড়কুটো উড়ে, উড়ে হৃদয়
ভাসান চরে জেগে থাকে মায়া।
তার খোঁজ কারো কী নেবার নয়?
কোন মহীয়সী কী নেই খোঁজ নেবার?


দূরে পাখি উড়ে গেছে, বহুদুরে
দলবেঁধে উড়ে গেছে প্রেমাঙ্গি ছেড়ে
রেখে গেছে ভাঙ্গা ঘর…..
খোসা ডিম পড়ে আছে
শেওড়ার ডালে, নীড়ে।
এ তল্লাটে খড়কুটো উড়ে
উড়ে হৃদয়।
সিঁদুরে আকাশ নীল হবার
আশায় তবু তমসায়...
ডুব দিয়ে মরে।
শুধু ভাসান চরে জেগে থাকে মায়া;
ওপাড়ে অপেক্ষায় নষ্টা কায়া।
দিন ফুরোলে তার কী আসে যায়?


বিবাগী আকাশ, অভিমানে মুখ ডাকে
রাঙা কপোল তার দলবেঁধে
পাখি নিয়ে যায়;
অদ্ভুদ শূন্যতায় থেমে যায় নদী।
শুধু ভাসান চরে জেগে থাকে মায়া;
ওপাড়ে অপেক্ষায় নষ্টা কায়া।
দিন ফুরোলে তার কী আসে যায়?


নদীতে জল বাড়ন্ত বুঝি?
ত্রিবেনীর ঘাট জঙ্গলে ছেয়ে গেছে?
ভাসান চরে কার কান্না যেন শোনা যায়।


০৫.০৩.২০১৮
-ক্যারূ মানদল-
লাবাক, টেক্সাস