উড়ছে ঘুড়ি, ইচ্ছে ঘুড়ি
আমি তারই নাটাই ধরি।
টানছে সুতো, ছাড়ছি সুতো
নাটাই পাকে শত শত।


আকাশের নীলিমার দুয়ার খোলা,
ঘুড়ির রমণ হাওয়ায় দোলা।


হাতের মুঠো ব্যাপ্ত খেলায়
ঘুড়ি তখন ফেরার বেলায়।


নাটাই টানে, সুতো টানে
বিঘ্ন এলো বাতাস বানে।
টানের জোরে, বাতাস জোরে
ইচ্ছে ঘুড়ির সুতো ছিড়ে।