তুমি যদি নীল আকাশ হতে
আমি দিবা-নিশি চোখ বুলাতাম।
তুমি যদি সাদা মেঘের ভেলা হতে
আমি সেই ভেলার পতি হতাম।
তুমি যদি আমার বাড়ির উঠোন হতে
আমি দিনরাত্রি হেঁটে বেড়াতাম।
তুমি যদি চাঁদনী রাতের জোনাকি হতে
আমি তোমার পিছনে ছুটে যেতাম।
তুমি যদি আঁধার রাতের নীরবতা হতে
আমি তোমায় আলিঙ্গন করতাম।
তুমি যদি শীতের সকালে সঙ্গী হতে
আমি তোমায় উষ্ণতা দিতাম।
তুমি যদি ভোরের শিশির হতে
আমি তোমায় ছুঁয়ে দেখতাম।
তুমি যদি দূর পাহাড়ের চূড়া হতে
আমি তোমার নেশায় ব্যাকুল হতাম।
তুমি যদি পাহাড়ের ঐ ঝরনা হতে
আমি তোমার মাঝে স্নিগ্ধ হতাম।
তুমি যদি মরুভূমির ঐ বালি হতে
আমি তোমায় গায়ে মাখতাম।
তুমি যদি সাগরের ঢেউ হতে
আমি তোমার মাঝে হারিয়ে যেতাম।
তুমি যদি বৃষ্টিভেজা সন্ধ্যা হতে
আমি নিজেকে সপে দিতাম।
তুমি যদি ফুল বাগানের ফুল হতে
আমি সকাল-সন্ধ্যা যত্ন নিতাম।
তুমি যদি পাখির মিষ্টি সুর হতে
আমি কান পেতে শুনে থাকতাম।
তুমি যদি সুর তোলার ঐ বেহালা হতে
আমি সেই বেহালার সুর হতাম।
তুমি যদি কাব্য লেখার ছন্দ হতে
আমি সেই ছন্দে কবিতা লিখতাম।
তুমি যদি কবির লেখা কবিতা হতে
আমি সেই কবিতার কবি হতাম।