যখন মানুষ তার অস্তিত্ব ভুলে যাবে
তখনই সে ভুল করতে শুরু করবে
নানাবিধ অপরাধে জড়িয়ে যাবে
পাপের দুনিয়ায় সে হারিয়ে যাবে।


যখন মানুষ তার অস্তিত্ব ভুলে যাবে
তখন সে অবাধ্য হয়ে যাবে,
কাছের মানুষকে বিষাক্ত মনে হবে,
পরিবারকে সে ভুলে যাবে।


যখন মানুষ তার অস্তিত্ব ভুলে যাবে
তখন সে দোদুল্যমান হয়ে যাবে
সত্যকে মিথ্যা বলবে, দিনভর হতাশায় ভুগবে
নিজের বন্ধুকেও সে খুন করবে।


যখন মানুষ তার অস্তিত্ব ভুলে যাবে
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে
গীবতকারীকে বন্ধু বানাবে
সততাকে সে সন্দিগ্ধ ভেবে নিবে।


যখন মানুষ তার অস্তিত্ব ভুলে যাবে
ধর্মকে সে জবাই করে দিবে
নৈতিকতার মানদণ্ড তার লোপ পাবে
শিক্ষককেও সে জুতা মারবে।


যখন মানুষ তার অস্তিত্ব ভুলে যাবে
হারামকে সে টেনে ধরবে,
হালালে তার গোল পাঁকাবে
অপরাধী খুনিকেও সাধুবাদ জানাবে।


যখন মানুষ তার অস্তিত্ব ভুলে যাবে
সম্পদের লোভ তার বেড়ে যাবে
আহারিকে সে খাবার দিবে
অনাহারিকে পদাঘাত করবে।


যখন মানুষ তার অস্তিত্ব ভুলে যাবে
নিজেকে অনেক পণ্ডিত মনে হবে
পিতা-মাতাকে সে অস্বীকার করবে
খাদ্য ছাড়া তাদের বৃদ্ধাশ্রমে রাখবে।


যখন মানুষ তার অস্তিত্ব ভুলে যাবে
রাহাজানিতে সে নাম লিখাবে
অপরাধের পর অপরাধ করবে
সামনে থেকে সে সাধু সাজবে।


যখন মানুষ তার অস্তিত্ব ভুলে যাবে
দেশপ্রেম তার বিনাশ হবে
স্বার্থচিন্তায় সে এগিয়ে যাবে
স্বদেশের ধন বিদেশে পাঠাবে।