বৃষ্টি ভেজা এই দিনে আমি তোমার সঙ্গী হতে চাই
বারির ছোঁয়ায় মিষ্টি হেসে অজানা পথে হারিয়ে যাই
নিস্তব্ধ পথে একই সাথে চলো করি বৃষ্টি বিলাস
বৃষ্টি ভেজা মিষ্টি হাওয়ায় সুখ বিলাই একরাশ।


মেঘের খামে পাঠাতে চাই তোমার তরে একটি চিঠি
মূর্ছিত বিকেল জুড়ে আজ ছন্দ মালায় কাব্য লিখি
সুর বিহীন কণ্ঠে আমি আনমনে গেয়ে যাই গান
নতুন সাজে তোমার ঠিকানার হতে চাই মেহমান।


বৃষ্টি ভেজা এই দিনে অতিশীঘ্র সন্ধা নেমে আসুক
শিথিল হয়ে পাশে বসে সে আমায় ভালোবাসুক
সন্ধা মালতি হাসছে দেখ বারি বর্ষণ তাই
হাসনাহেনা বলছে তবু সারা বাড়ি মুগ্ধতা ছড়াই।


বৃষ্টি ভেজা এই দিনে চাঁদনী রাত নাহি দেখবো
টিপটিপে বৃষ্টিতে খালি পায়ে তবুও রাতে হাঁটবো
তারারা সব লুকিয়ে যাবে মেঘের ঐ বুকে
স্বর্গরাজ্যে হারিয়ে যাবে সে থাকবে মহাসুখে।


কল্পনাতে খুঁজে পাই আমি নিত্য নতুন গল্প
ঘোর কাটিয়ে মেঘ ছাড়িয়ে এসো তুমি একদিন
এসো তবুও আমার হয়ে সেই দিন যদিও হয় দূরে
বৃষ্টি ভেজা এই দিন যেন ফিরে আসে আমার নীড়ে।