উত্তাপ অঞ্চল, উত্তাপ এলাকা
উত্তাপ থাকে গ্রামের রঙ্গ মেলা।
কথার বাহার থাকে তার ওজনে নেই তুল্য
ইচ্ছে মতো বকবকানি যার নেই কোন মূল্য।
দেখতে সুন্দর রূপের জৌলুসে ভরা হে মানুষ
বিষধর দাঁত আছে যার মানুষ রূপী সে অমানুষ।
আঘাতের চিহ্ন এতই ভারী কান্নার ঢল নামে
অসহায় সে উপায় নাই ডানে থেকেও রয়ে যায় বামে।
এইভাবে চলো নাকো মনু হয়ো না সর্বনাশী
খোলস ছেড়ে ফিরে এসো তুমি হও স্বর্গবাসী।
ভুলের মধ্যে থেকে করো না তুমি রঙ্গমঞ্চের আয়োজন
আত্মার শান্তি তৃপ্তি দিবে এটাই তোমার প্রয়োজন।