ভুলি নি তোমায় মোরা লাখো বাঙ্গালি
হয়ে আছো কাব্যগুরু লিখেছো ভাঙ্গার গান
ছিলে প্রেমের কান্ডারি।


তুমি নজরুল বিদ্রোহী কবি খ্যাত বাংলার বুকে
ছিলে দেশ প্রেমী গেয়েছো সাম্যের গান
রয়েছিলে তবুও শোকে।


অগ্নিবীণায় ঝড় তুলেছো লোকারণ্যে বিদিত হয়েছো
লিখেছো চিত্তনামা, ছায়ানট ও সঞ্চিতা
তবুও বিদ্রোহী হয়েই রয়েছো।


কাব্যগুরু ওহে নজরুল স্বরণ করি তোমায়
পেয়েছো অনেক ব্যথা জন্মেছিলে এইদিনে
থেকে যাও শান্তির ছায়ায়।


নজরুল তুমি কাব্যগুরু সোনার বাংলায়
দোয়া করি খোদার তরে জান্নাতি হও তুমি
জন্মদিনে স্বরণ করি তোমায়।