মুজিব তুমি নেই বলে দেশের মাটি যাচ্ছে জলে
লুট তরাজ আর রাহাজানি হচ্ছে দিনে অন্ত দলে।
শ্লোগান দিতে এগিয়ে চলে স্বার্থ সবার আছে বলেই,
কিছু হয়তো খাঁটি লোক বাকি সবাই ফানুস রূপ।


মুজিব তোমার আশা ছিল শিক্ষায় মোরা এগিয়ে যাবো;
পাক-হানাদারদের দেখিয়ে দিবো কোন অংশে কম নয় ভাষা যদিও বাংলা হয়।


এক বিংশের এই দিনে গঠন হয়নি আশার দল
মদ্য পানে নেতা বৃন্দ মুর্খরাও করে চেয়ার দখল।
শিক্ষিতদের মূল্য নেই রেশ তাদের হয় বদল।


মুজিব তোমার নীতির বাণী শুনিয়ে যায় এই বাংলায়।
কারো মৃত্যু রাজপথে আর কারো মৃত্যু ভার্সিটির ঐ আঙ্গিনায়।


মুজিব তুমি নেই বলে পথ শিশুরা আজ অসহায়।
নেতা কর্মীরা রয় সুখময়ে অনাথরা সব গাল্লি বয়।
তোমার জন্মের দেয় দোহায় শিশু দিবস পালিত হয়।
এক বিংশের এই দিনেও পথ শিশুদের কদর নেই শিক্ষার কোন মূল্য নেই।