মানুষ বড়ই বিচিত্র! কথাটি সত্য
বলেছেন তো কেউ;
মত পোষণে একত্রিত হয়েছে তা সাহিত্য
আমাকেও বলে যেও।
মানুষ বড় বিচিত্র! কথাটি সত্য
প্রমাণ মিলে যার;
চলনে-বলনে মত্ত হইয়া আখিঁ দুটিতে অশ্রু জুড়িয়া
করে ঋণের ভার।
মানুষ বড়ই বিচিত্র! কথাটি সত্য
দেখবেন অহরহ;
আপনার খাইয়া আপনার পরিয়া
আপনাকেই করিবে মরদেহ।
মানুষ বড় বিচিত্র! কথাটি সত্য
আপন চোখের প্রমাণ;
পিছনে থাকিয়া নিন্দা করিয়া
সামনে করে সে সম্মান।
মানুষ বড়ই বিচিত্র! কথাটি সত্য
চেনা বড় দায়;
ক্ষীর পাত্রে বিষ মিশাইয়া মিষ্টি হাতে পেয়ালা ধরাইয়া
স্বীয় পক্ষে দিবে সে রায়।
মানুষ বড় বিচিত্র! কথাটি সত্য
বুঝে পাইলো যে;
প্রত্যয়ের মান মাথায় রাখিয়া হুশ করিয়া
কাজ করিবে সে।