যখন আমি মুক্ত হতে চেয়েছি তখনই আমি বন্ধি হয়েছি
আমি তো কখনো বন্ধি হতে চাই নি-
আমি মুক্ত মনে উড়তে চেয়েছি।


যখন আমি ব্যস্ততাকে সঙ্গী করেছি তখনই অনেক কিছু হারিয়েছি
আমি তো কোন কিছু হারাতে চাই নি-
আমি ব্যস্ততাকে কাজে লাগাতে চেয়েছি।


যখন আমি হাসতে চেয়েছি তখনই কান্নারা আমার সঙ্গী হয়েছে
আমি তো কখনো কাঁদতে চাই নি-
আমি মুচকি হাসি রেখার স্থায়িত্ব চেয়েছি।


যখন আমি প্রতি উত্তর করেছি তখনই প্রতিহিংসার স্বীকার হয়েছি
আমি তো কখনো প্রতি হিংসা চাইনি-
আমি সমালোচনার মাধ্যমে শুচিতা চেয়েছি।


যখন আমি সত্য বলেছি তখনই আমি আঘাত পেয়েছি
আমি কখনো আঘাত পেতে চাইনি-
আমি তো সত্যকে তুলে ধরতে চেয়েছি।


যখন আমি অধিকার চেয়েছি তখনই শত্রুতে পরিণত হয়েছি
আমি তো কখনো শত্রু হতে চাইনি-
আমি সবার মতো সমতার ভাগ চেয়েছি।


যখন আমি সম্মান করতে শিখেছি তখনই বেয়াদবি করতে দেখেছি
আমি কখনো বেয়াদবি দেখতে চাইনি-
আমি তো নৈতিকতার ছোঁয়া বহে যেতে চেয়েছি।


যখন আমি দেশপ্রেমিক হতে চেয়েছি তখনই দূর্নীতির গল্প শুনেছি
আমি তো দুর্নীতির গল্প শুনতে চাইনি-
আমি ভক্তিমান সাহসীর ইতিহাস জানতে চেয়েছি।


যখন আমি সহজ পথে হাঁটতে চেয়েছি তখনই কাঁটায় বিদ্ধ হয়েছি
আমি তো কাঁটায় বিদ্ধ হতে চাইনি-
আমি সরলতার মাঝে সহজ জীবন চেয়েছি।


(সংক্ষেপিত)