তুমি এক নীল পরী
শান্ত সূলভ যার স্বভাব
পৃথিবীর বুকে এসেছো অদ্যে
হয়নি মমতার কোন অভাব।


হেসেছে সূর্য ফুটেছে ফুল
বহেছিল বাতাস গেয়েছিল পাখি গান
নির্জন নিশিতে নিরালা পরিবেশে
কোমলমতী তোমার হয়েছিল আগমন।


তুমি ছিলে বুদ্ধিমতি আরো ছিলে অপরূপা
না হয়েও সুবাসিনী ছিলে প্রিয় অতন্দ্রিতা
তুমি ছিলে তরঙ্গিনী ফুলে ভরা শত চম্পা
সবার চোখের নয়ন তুমি ছিলে হিরে মুক্তা।


দোয়ায় শামিল রেখেছি তোমায়
জীবন হোক সুন্দর হও অনেক মহৎ
ভালো মানুষের সঙ্গিনী হও
উজ্জ্বল হোক তোমার ভবিষ্যত।