রাসূল তুমি এসেছো তাই
সৃজিত হলো ভুবন
প্রশান্ত হলো মক্কা নগরী
অপ্রসন্ন ছিল তার নিবাসী রাবণ।


তুমি এসেছো দ্যুতি হয়ে
আল কুরআন ছিল তোমার বুকে
হেরা গুহায় পেয়েছো নবুয়ত
শান্তির বাণী ছিল তোমার মুখে।


রাসূল তুমি এসেছো তাই
ক্ষমা পেয়েছে নবী আদম
শয়তানের ধোকা পেয়ে সে
ভুল পথে দিয়েছিল কদম।


তুমি এসেছো বলেই
লোপ পেয়েছে মক্কার যত ভ্রান্তি
ইসলাম হলো শান্তির ধর্ম
দূর হয়েছে অসাধ্য সব ক্লান্তি।


রাসূল তুমি এসেছো তাই
আমরা হয়েছি শ্রেষ্ঠ উম্মত
করেছি মোরা বিশ্ব শাসন
বুকে নিয়ে তেজস্বী হিম্মত।


তুমি এসেছো নেয়ামত হয়ে
দূর আরবের বুকে
ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই
জীবন করেছে পার মহা সুখে।


রাসূল তুমি এসেছো তাই
বিশ্ব পেয়েছে মহান নেতা
স্ত্রী পেয়েছে শ্রেষ্ঠ স্বামী
কন্যা পেয়েছে তার সেরা পিতা।


ধন্য তোমার মা আমেনা
ধন্য মাতা বিবি হালিমা
এক পতাকার ছায়াতলে ভুবন
দিয়ে গেছো তুমি সেই কালেমা।