বসন্ত আমাকে কখনো ছুঁতে পারেনি
আমি ফাল্গুনের পাতা ঝরা  কখনো দেখিনি,
শিমুলের ডালে ফোটা ফুল আর বুলবুলির সাথে
আমি কখনো মিশিনি,
যে জলসায় রঙ ফুরালে বীণা স্তব্ধ হয়ে যায়
আমি সেথায় কখনো সুর তুলিনি।


আমি মৌমাছির মত কখনো ফুলে ফুলে বসিনি
যে আলো মানুষকে অন্ধকারে নিমজ্জিত করে
আমি সে আলোর পথ ধরে কোনদিন হাঁটিনি।


আমি সহসা অন্ধকারকেই বেচে নেই
আমি জ্যোৎস্নার বদলে বর্ষাকেই আমন্ত্রণ জানাই,
আমি নির্জনবাসে অন্তঃহীন সুখ খুঁজে পাই।


আমি সবুজ উদ্যান ফেলে
সহসা মরুভূমি ভেদ করে সামনে এগিয়ে যাই।


যে ঊষা আমায় আলো দেয়নি
আমি তার জন্য কখনো অশ্রু ফেলিনি,
আমি জল ভাঙ্গা দেখতে দেখতে-
এখন চল্লিশ ছুঁতে চলেছি,
এ দীর্ঘ পথ আমি আগুনের পথ ধরে হেঁটে এসেছি
ফাগুন আমায় কোনদিন দেখেনি
বসন্ত আমাকে কখনো ছুঁতে পারেনি।


সেপ্টেম্বর ২০২২ ইং