ওগো শুনছো,তোমার ঐ ঘন কালো কেশের মাঝে নিজেকে লুকাতে খুব ইচ্ছে করে
ওগো শুনছো,কেউ তোমায় ডাকছে নিবির সুরে
এই ঘন সবুজ কোনো এক মাঠের প্রান্তরে
ওগো শুনছো,তোমায় কাছে পেতে আজ খুব ইচ্ছে করে।


ওগো শুনছো,আমি আজ সব কাজ ফেলে এসে বাঁধাহীন অবসরে
ওগো শুনছো,এ কোন সানাই বাঁজে আজ আমার হৃদয় জুড়ে
দ্যাখো জুত্স্না ভরাকাশে কত নক্ষত্র মিছিল করে
ওগো শুনছো,তোমায় কাছে পেতে আজ খুব ইচ্ছে করে।


ওগো শুনছো, আমি ঘাস ফুলের ফরিন এক ছুঁতে চাই নীল পদ্ম
ওগো শুনছো,আমি তোমার পরশে হতে চাই আজ বিশুদ্ধ,
এই নীল নীল নীলাভুমি বয়ে চলা কোনো এক তেপান্তর
ওগো শুনছো,আমি তোমায় নিয়ে ওখানে আজ বাঁধবো ঘর।


ওগো শুনছো,তিরিশ বছর পর আজ হৃদয়ের নব উত্থান
ওগো শুনছো,তোমার প্রেমের সুধা যেন আমায় করে অমরত্ব দান,
জানিনে, কার জন্যে তিরিশ খানা বছর আমি করেছি বিরান
ওগো শুনছো, কে তোমায় ভালবাসে?তুমি তার অর্ধ প্রাণ।


ইপো,পেরাক। মালায়শিয়া।
১৮/০৫/২০১৪