আমি যখন পাখিদের ভালবাসি বলি
তুমি বুঝে নিও-
আমার সে প্রত্যাশার পাখিটি তুমি,
আমার হৃদয় যখন তারাদের ছুঁতে চায়
তুমি বুঝে নিও-
আমি তোমারে খুঁজি আমার আঙিনায়।


আমি যখন গোধূলিকে ভালবাসি বলি
তুমি বুঝে নিও-
আমি ছুঁতে চাই তোমার লাল শাড়ির আঁচলি,
আমি যখন হই তটিণী-র ঢেউ বিলাসী
তুমি বুঝে নিও-
আমি তোমার প্রেমে মত্ত এক অভিলাষী।


আমি যখন নিশাচরী রাত্রিতে নক্ষত্র গুনি
তুমি বুঝে নিও-
আমি তোমার পায়ের নুপুরের শব্দ শুনি,
আমি যখন পূর্ন্য শশীর জ্যোৎস্না গায়ে মাখি
তুমি বুঝে নিও-
আমার এ দু'চোখ খুঁজে তোমার দু'আখি।


আমি যখন অন্ধকারে নিমজ্জিত হই
তুমি বুঝে নিও-
আমি চাই তুমি খুঁজে নিও, আমি যেথায় রই,
আমি যখন দিগন্ত ছুঁতে ছুটে চলি
তুমি বুঝে নিও-
আমি চাই- তুমি পিছু নিও, বুঝিও প্রাণের আকুতি গুলি


আমি যখন আশাহত হই
তুমি বুঝে নিও-
আমি চাই তুমি প্রেরণা হও,
আমি যখন খরা আর বিষাদে বিমর্ষ থাকি
তুমি বুঝে নিও-
আমি চাই- আমার ক্লান্ত দোয়ারে তুমি দাও উঁকি।


অক্টোবর ২০২২ইং