হাসির আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাস
তুমি দেখনি তার করুন নি:শ্বাস
যেখানে ফুল ফোটে অঝরে-
                    শুধু পায়না খোঁজে সূভাস।


চাঁদের বিলাপ দেখেছো কি কখনো কোন জ্যোৎস্নায়?
সেই অন্ধকার, বড় নির্মম
এখানের কোন চিৎকার, কেউ কখনো শুনতে পায়না
মানুষ শুধু চাঁদকেই দেখে, দেখে তার উজ্জ্বল হাসি
উপলব্ধি'র সেই চোখ খোঁজে পাওয়া
সেই হৃদয় খোঁজে পাওয়া, এ ধরায় বড় দুর্ঘম।


শুধু কি ফুল হাতে মানুষ করে নিবেদন?
তুমি কি জানো?
অনেক যত্নে কুড়িয়ে নেওয়া
সেই সূভাসিত পাপড়ির শুকিয়ে যাওয়ার নিবিড় বেদন?
তবে কি সে প্রণয়ের মৃত্যু হয়?
যে প্রেম মৃত্যু ক্ষুধা নিয়ে জন্মায় হৃদয়ে
তুমি জানো?
সে প্রেম কখনো মরে না,
                                  মরতেই পারে না।


এ বিশ্বলোকে  তুমি যত মানুষ দেখো
কারো কাছে তুমি হয়তো বন্ধু
কারো কাছে হয়তো খুব ভাল বন্ধু।
কারো কাছে হয়তো একদিন এক মুহুরত্যের-
এক চিলতে হাসির নির্যাস,
কারো কাছে হয়তো প্রতিবেশিনী রুপে এক পরিসংখ্যান
তুমি কি জানো?
তুমি কারো কাছে প্রতি রজনীতে-
                      তার লালিত স্বপ্নের এক মোহময় ছবি।
হৃদয়ের নি:শব্দ ডাক তুমি কি কখনো শুনতে পেয়েছো?
এই অনন্ত আহবান, কত দিন গুমরে কেঁদে যায়
তোমায় কি আজও পারেনি জাগাতে এই হৃদয়ের টান?


যখন মন ভাল থাকেনা
তখন পৃথিবী'র কোন রং আর ভাল লাগেনা
ভাল লাগেনা কথা বলতে
যেন হারিয়ে যায় ক্ষুধা।
জ্যোৎস্নাকেও বড্ড আঁধার মনে হয়
একা পথ চলতে চলতে
একদিন নিজেকেও বড্ড বোঝা মনে হয়
মনে হয়, যে হাসির রং নেই, সে হাসি হাসতে নেই।


রচনা
১৭ ই জুন ২০২১ ইং
তাল পুকুরপাড়, কুমিললা।