ভালবাসি মা,তোকে বলেছি যতটা,
তারও ঢের বেশি,বিনম্র শ্রদ্ধ্যায়, যুগে যুগে,
প্রথম স্পন্দন, প্রথম দেখা আলোর ভুবন,
তিলে তিলে বেড়ে উঠা তোর হাত ধরে, তোর আঁচলে ।।


কত রাত জাগা ভোর, অসুখে,
রোদ বৃষ্টির স্নানে, তোর বারন ভুলে,
তবু ভুলে গেছিস এক নিমিষে ,
আগলে রেখেছিস বুক পাজড়ে ।


অভাবের যাতনা, শত দারিদ্রতা, শত টানাপোড়েন,
আমার ই সুখ কিনেছিস অগনিত, করেছিস হাজার স্বপ্ন পুরন,
কখন না পারার শব্দে ভেঙেছিস বোবা কান্নায়,
অলখে অজস্র আহুতি, বিভোর ছিলি আগামী দিনের মঙ্গল কামনায় ।।  


ভালবাসি মা তোকে বড্ড বেশি,লিখেছি যতটা,তারও ঢের বহুগুনে ;
অতৃপ্ত বাসনা,রয়ে গেল,এই এক জীবনে,
যুগে যুগে ফিরি যেন তোর কোলে ,
না হয় একটু অবাধ্যই হব, তোর ভালবাসার অমৃতের স্বাদ নিয়ে ।।