বাংলার রুপ দেখেছি যে আমি,
আধার রাতে জোনাকির আলোয়,
অথৈ জলে নৌকায় ভেসে ভেসে,
বর্ষায় ফোটা কঁদম ফুলের সুবাসে,
জাগ দেয়া কাঁচা পাটের ঘ্রানে,
কচুরীপানার ফুলের অপরুপ সাজে,
শিশিঁড় ভেজা নরম ঘাসের মাঝে,
মায়ের কোলে শুয়ে ঘুম পারানি গানের সুরে,
ভাই বোনের আমৃত্যু অটুট বন্ধনে,
তপ্ত রোদে গাছের ছায়ায় ক্লান্ত পথিকের বিশ্রামে,
হেমন্তের নতুন ধানের নবান্নের উৎসবে,
কুয়াশার চাঁদরে মোড়া শীতের সকালে,
দিনশেষে পাখিদের নীড়ে ফেরার সাঝে,
ঝিঁ ঝিঁ পোঁকার অবিশ্রান্ত ডাকে,  
গ্রাম্য কোন মেলার ভীড়ে,
কৃষকের অক্লান্ত শ্রমে ফলান সোনালি ফসলের মাঠে,
আম কাঠাঁলের মাতোয়ারা ঘ্রানে,
যতদুর চোখ যায় সবুজের প্রান্তরে,
ছবির মত কোন গ্রামের পটে,  
সাম্য আর প্রীতির ডোরে বাধা সব ধর্মের মানুষের মাঝে,
বাংলার রুপ অপরুপ,অকৃত্তিম,
বিধাতা সাজাইয়াছে যারে অকৃপনভাবে ।