নীলাঞ্জনা, শুনতে কি পাও,
শব্দ, আমার কান্নার,
দেখতে কি পাও,
জমানো ব্যাথা এ বুকের ।
জানি তুমি ভাবনা এসব, কখন,
দেখতে পাওনা হৃদয় ক্ষরন,
অশ্রু জলে ভিজে যাওয়া দূ’নয়ন,
তিলে তিলে নীল কষ্টগুলোর দহন ।  

নীলাঞ্জনা, আজ শুনে নাও,
নীল কাব্য তোমায় নিয়ে লিখবনা,
নীল রঙে তোমার ছবি আঁকবনা,
বেখেয়ালিভাবে তোমাকে ভাববনা,
ভালোবাসার কথা আর ত বলবনা,
নীল টিপ,নীল শাড়িতে তোমাকে দেখতে চাইবনা,
তোমাকে কাছে আর ডাকবনা,
পিছু পিছু তোমার আর ত হাটবনা ।