নাই বা হল একসাথে পথ চলা,
চলতে চলতে ভালোবাসার গল্প বলা ।  
নাই বা হল তোমায় পাওয়া,   
তবুও বৃষ্টি হয়ে আমার ছূয়ে যাওয়া ।
নাই বা হল একসাথে মাঝ রাতের চাঁদ দেখা,
তবুও অসীম শুন্যতায় আমার চেয়ে থাকা ।
নাই বা হল ঘুরোঘুরি হাত রেখে হাতে,
বসন্ত,বৈশাখ কিংবা শীতের কোন রাতে ।
নাই বা হলে তুমি আমার মনের মানুষ,
মন ভুলে কভু ভাবিনি আমি;এতটুকূ ছিল তোমার দোষ ।
নাই বা হল তোমার চোখে চোখ রাখা,
মনের ক্যানভাসে ,ভালোবাসার রঙ্গে তোমার ছবিই শুধু হয়েছে আঁকা ।
নাই বা হল তোমার পিছু ফিরে চাওয়া,
তবুও নিশীথ নিরালে তোমার পানে ছুটে যাওয়া ।