কোন এক বিকেল বেলার গানে,
রোদেলা আলোয়,
সেদিন বসন্ত কিংবা কোন শীতের সকালে ।
তারপর হেসেছিলে তুমি,
একটা গল্পের যেখানে শুরু ।
ইচ্ছেগুলো পুর্ন হল ; না চাওয়ার আগেই ।
স্বপ্নগুলো রঙিন হল ।
এলোমেল ভাবানাগুলো দিক খুজে পেল ।
মাঝ রাতের চাঁদটাও অনেক বেশি আলোয় সেদিন,
ভাসিয়েছিল আনন্দের বানে ।
আধারেরা সেদিন আলোয় হাড়াল ।
স্তব্ধতা ভেঙ্গে;মিষ্টি একটা সুরের ধ্বনি,
আমার ঘুম ভাঙাল ।
চোখ মেলে দেখা সেদিন নতুন ভোর ।
তোমার নরম হাতের ছোয়ায়,
আরও বেশি কাছে আসার; অনুভুতির ব্যাক্ততায়,
দিশাহীন পথটাও দিক খুজে পেল ।