তারপর কেটে গেছে কত রাত,
কত দীর্ঘ পথের হয়ে গেছে পারি ।
নীল দিগন্তের হাত ছানিতে,
ছুটেছি আমি,আজো ছুটে চলেছি ।


ভোরের আলো হতে গোধুলি বেলায়,
জোৎস্নার আলোয়,
কখন আবার আধার রাতের কালোয়,
তবু শেষ হয়নি আমার ছুটে চলার ।


বসন্ত বরষা এসেছে তব,
কখন হয়নি ছোঁয়া আমার ।
উদাসীন আমি ছিলাম সেদিন,
আজও তেমনি আছি ।