আতঙ্ক.. আতঙ্ক..কর‌োনার আতঙ্ক,
প্রত‌িদিন ন‌িজ‌ের মত‌ো কর‌ে মানব সমাজ ক‌ে গ্রাস কর‌ে ন‌িচ্ছ‌ে :


হা.হা.কার , হা. হা. কার
চার‌িদ‌িক‌ে  বইছ‌ে করোনার বাতাস,
আছ‌ি ঘর  বন্দ‌ি ,তাত‌ে  কী ?
যদ‌ি ব‌েঁছে যায় স্বাদ‌ের প্রাণ টি ।

আতঙ্ক‌ে ট‌েল‌িভিশন‌ের দ‌িক‌ে তাক‌িয়‌ে থাক‌ি সারাদ‌িন,
ঠ‌িক খ‌েলার স্ক‌োর দ‌েখার মত‌ো!
তব‌ে সেটা  খুশ‌িত‌ে নয়, আতঙ্ক‌ে ।
কব‌ে জান‌ি আক্রান্তদ‌ের  স্ক‌োর ব‌োর্ড‌ে আমার এক পয়‌েন্ট য‌োগ হয়‌ে যায়!


জান‌ি না দ‌েখা হব‌ে ক‌ি ভ‌োরের আল‌ো
আর দুপুর‌ের উজ্জ্বল  সূর্য?
জান‌ি না দ‌েখা হব‌ে ক‌ি স‌োনাল‌ি বিক‌েল
আর পূর্ণ‌িমা রাত ?
তবুও আশা ন‌িয়‌ে আছ‌ি ঘর  বন্দ‌ি ।

আতঙ্ক.. আতঙ্ক.. আতঙ্ক