আমি পারিনা কালো কে সাদা বলতে,
আমি পারিনা কারো খবরদারি শুনতে।
আমি পারিনা কারো চাটুকারিতা করতে,
আমি পারি না কারো অযৌক্তিক  দাবি মানতে।


আমি পারিনা কিছুতেই অন্ধবিশ্বাস করতে,
আমি পারিনা কোন গুজব খেলায় মাততে।
আমি পারিনা অন্যায়ে মুখবুঝে থাকতে,
আমি পারিনা নিজস্বার্থে নীতির আপোষ করতে।


আমি পারিনা বিনা অপরাধে মাথা নোয়াতে,
আমি পারিনা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে।
আমি পারি না লোক দেখানো ভাল মানুষ সাজতে,
আমি পারি না আত্ম -প্রচারণায় মাততে।


আমি পারিনা কোন ব্যাক্তিত্বহীন-কে সম্মাননা জানাতে,
আমি পারিনা কাউকে কৃত্রিম ভালবাসায় রাঙাতে।
আমি পারিনা কোন ফাকা বুলি ছড়াতে,
আমি পারিনা কারো শেখানো কথায় মাঠ কাপাতে।